“অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়”_
[সূরা ইউসুফ : ৬৮]
“অধিকাংশই নির্বোধ”_
[সূরা মায়িদাহ :১০৩]
“অধিকাংশ লোকই অবগত নয়”_
[সূরা আনআম : ৩৭]
“অধিকাংশই অজ্ঞ”_
[সূরা আনআম : ১১১]
“অধিকাংশই জানে না”_
[সূরা আরাফ : ১৩১] •
“তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না”_
[সূরা ইউসুফ: ১০৩]
“আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি,ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না; বরং তাদের অধিকাংশই ঈমান রাখে না”_
[সূরা বাকারাহ : ৯৯-১০০]
“আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী”_
[সূরা যুখরুফ : ৭৮]
“তাদের অধিকাংশকেই আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি, বরং অধিকাংশকে ফাসিকই পেয়েছি”_
[সূরা আরাফ : ১০২]
“তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরন কর তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা কেবল আন্দাজ-অনুমানের অনুসরন করে চলে; তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না”_
[সূরা আনআম : ১১৬]
‘’তাদের অধিকাংশই কেবল ধারনার অনুসরন করে;সত্যের মোকাবেলায় ধারনা কোন কাজে আসে না’’_
[সূরা ইউসুফ : ৩৬] •
“অধিকাংশ মানুষ আল্লাহকেবিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরকও করে’’_
[সূরা ইউসুফ : ১০৬]
“আমি কি তোমাদের জানাব কাদের নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট।ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী’’_
[সূরাশু’আরা : ২২১-২২৩]
“তারা তাদের পিতৃ-পুরুষদের বিপথগামী পেয়েছিল। অতঃপর তাদেরই পদাংক অনুসরন করে ছুটে চলেছিল।এদের আগের লোকদের অধিকাংশই গুমরাহ হয়েগিয়েছিল”_
[সূরা সাফফাত : ৬৯-৭১]
“আরবী ভাষায় কুরআন, জ্ঞানসম্পন্ন মানুষদের জন্য সুসংবাদবাহী সাবধানকারী।কিন্তু ওদের অধিকাংশই(এ কুরআন থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে, কাজেই ওরা শুনবে না”_
[সূরা ফুসসিলাত :১-৪]
Keywords: অধিকাংশ, Majority, অধিকাংশ মানুষই কি ভুল করে আসছে?
This site is NOT maintained or reviewed by any Islamic Scholar. Please cross-check any reference before acting upon it.
এই সাইটটি কোনও ইসলামিক আলেম দ্বারা পরিচালিত নয়। তাই আমল করার পূর্বে নিজে থেকে যাচাই করে নিন।