আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যখন তোমাদের কেউ কোন অপকর্ম দেখতে পায়, তখন সে যেন তা নিজ হাতে প্রতিহত করে, যদি ততটুকু শক্তি তার না থাকে, তবে সে যেন মুখে তা দূর করতে তৎপর হয়, যদি এই শক্তিও তার না থাকে, তবে সে যেন উক্ত মন্দ কাজকে মনে মনে ঘৃণা করে। আর এ হলো ঈমানের নিম্নতম পর্যায়।

সুনানে আন-নাসায়ী (৫০০৮) [Sunnah.com/QuranX/iHadis (Bangla)]

আরও বিস্তারিত জানতে পড়ুন: Forbidding what is Evil

Allah knows best | আল্লাহই সবচেয়ে ভাল জানেন | الله اعلم

This site is NOT maintained or reviewed by any Islamic Scholar. Please cross-check any reference before acting upon it.

এই সাইটটি কোনও ইসলামিক আলেম দ্বারা পরিচালিত নয়। তাই আমল করার পূর্বে নিজে থেকে যাচাই করে নিন।